নিজস্ব প্রতিনিধি (সিলেট) : যৌতুক নিরোধ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আলাল উদ্দিন নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, আজ শুক্রবার সকালে সিলেট (এসএমপি) ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সিলেট মহানগরী থেকে তাকে গ্রেফতার করে।
আলাল সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর (বাগগাঁও) গ্রামের সময় আলীর ছেলে।
শুক্রবার বিকেলে বিশ্বম্ভরপুর থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ওসি আরো জানান, ২০১৮(সিআর-১৪৭/১৮) সালে স্ত্রীর দায়ের করা যৌতুক নিরোধ আইনে বিজ্ঞ আদালত আলালকে এক বছরের কারাদন্ড রায় প্রদান করেন। এরপর আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে দেশের বিভিন্ন স্থানে আত্বগোপনে ছিল আলাল।