ফরিদপুরের  চরভদ্রাসনে “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার “প্রতিপাদ্যে সমাজসেবা দিবস পালিত 

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

ফরিদপুর প্রতিনিধি :  ফরিদপুরের চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদা “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার “প্রতিপাদ্যে সামনে রেখে  জাতীয় সমাজসেবা  দিবস ২রা জানুয়ারি সকাল সাড়ে ১১ ঘটিকায় উপজেলা মিনি অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ফয়সল বিন করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানটি  পালিত হয়েছে।


বিজ্ঞাপন

জানা গেছে, “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” প্রতিপাদ্যটিকে সমনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫। জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষ্যে ওয়াকাথন ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে মুক্ত আড্ডা আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধাণ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওয়াকাথন এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠনে মুক্ত আড্ডায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চরভদ্রাসন স্পোর্টিং ক্লাবের সভাপতি শেখ নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, চরভদ্রাসন সদর ইউনিয়নের চেয়ারম্যান আজাদ খান। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহিদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ ফয়সল বিন করিম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *