নড়াইলে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সভাপতি সতেজ কে কুপিয়ে জখম

Uncategorized অনিয়ম-দুর্নীতি অন্যান্য অপরাধ আইন ও আদালত কর্পোরেট সংবাদ খুলনা

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজ (২৫) কে মাথায় কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে নড়াইল পৌরসভার দুর্গাপুরে এ ঘটনা ঘটে। সতেজকে মূমূর্ষ অবস্থায় নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সতেজ জানান,সোমবার সকালে সতেজ ও তার মেঝো ভাই সজীব মুস্তারী দুর্গাপুরে তাদের জমিতে মাটি এবং বালি ভরাটের কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষের জহিরুল ইসলাম মিয়া কাজে বাঁধা দেন। তাদের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষের জহিরুৃল ইসলাম তার ভাই জাহিদ,তাদের সন্তান মামুন ও মুন্নাসহ তাদের লোকজন সজীব মুস্তারীর উপর হামলা চালায়। ভাইয়ের ওপর হামলা ঠেকাতে গেলে সতেজকে মাথায় কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। সজেতের মাথায় দু’টি সেলাই দেয়া হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের জহিরুল ইসলামসহ তাদের লোকজন বলেন,সজেতদের কাছে কোনো টাকা দাবি করা হয়নি। তাদের গর্ত ভরাট করতে ওই জমিতে মাটি ও বালি দেয়ার জন্য আমাদের বোরো বীজতলাসহ আশেপাশের ফসলি জমি,কলাই (ডাল) ক্ষেতের ক্ষতি হয়েছে। পানি জমে গেছে। আমরা ক্ষতিগ্রস্থ হয়েছি। জহিরুল দাবি করেন,তারাও আমাদের ওপর হামলা করেছে। তাদের হামলায় তার ছেলে মুন্না আহত হয়েছে। নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান,এ ঘটনায় এখনো মামলা হয়নি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *