১৬ বছর পর দেশে ফিরে নড়াইল বাসীর ভালোবাসায় সিক্ত টেক্সাস বিএনপি নেতা শেখ জহিরুল

Uncategorized অন্যান্য খুলনা গ্রাম বাংলার খবর জীবন-যাপন

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
আওয়ামী-লীগ সরকারের আমলে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়ে দেশত্যাগের ১৬ বছর পর দেশে ফিরেছেন,বিএনপি নেতা আমেরিকা টেক্সাসেস বিএনপির সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম জহির। নিজ এলাকা নড়াইল এসে নেতাকর্মী ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন তিনি। সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে নড়াইল চৌরাস্তায় বিএনপি কার্যালয়ের সামনে পৌঁছালে জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র জুলফিকার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন। এসময় এলাকার কয়েকশত শুভাকাঙ্ক্ষী এসে আনন্দ উচ্ছ্বাসে ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে নেন। দুই শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে নিজ গ্রাম কালিয়া উপজেলার পেড়লী গ্রামে যান। এরআগে, মোটরসাইকেল বহরটি মধুমতি সেতু হতে বরণ করে শোভাযাত্রা সহকারে নড়াইলে প্রবেশ করে। সংবর্ধিত শেখ জহিরুল ইসলাম,দীর্ঘদিন পর দেশে ফিরতে পেরে জুলাই-আগষ্ট আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *