নিজস্ব প্রতিনিধি (সিলেট) : সুনামগঞ্জে সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নের! নিহতরা হলেন , জেলার দিরাই উপজেলার নুরপুর গ্রামের মৃত সেয়দ মখদ্দুস আলীর ছেলে আমিরুল ইসলাম ও শান্তিগঞ্জ উপজেলার আক্ক্রারপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজিন আহমদ। নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে।
সোমবার সকালে সুনামগঞ্জের আউশকান্দি-রাণীগঞ্জ সড়কের সিচনি এলাকায় সড়কের উপর মোটরসাইকেল-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে ওই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী বলেন, দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেআ সদর মডেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।