আড্যাভোকেট অবনী মোহন দাস গ্রেফতার  

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সিলেট)  :  সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ্যাডভোকেট অবনী মোহন দাসকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে শাল্লা উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন

সোমবার সন্ধায় শাল্লা থানার ওসি শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গেল ৪ আগস্ট জেলা শহরের পুরাতন বাসস্টেশনে ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হন দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলী।


বিজ্ঞাপন

এ ঘটনায় জহুর আলীর ভাই হাফিজ আহমদ ২ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে ২শ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলায় অবনী মোহন দাসকে গ্রেফতার করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *