গোপালগঞ্জে কৃষির বর্তমান ও ভবিষ্যৎ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জের “কৃষির বর্তমান ও ভবিষ্যৎ” বিষয় নিয়ে অনুষ্ঠিত হয়েছে কৃষি সম্মেলন। বুধবার ৮ জানুয়ারি সকাল ১০টায় গোপালগঞ্জ  জেলা প্রশাসনের আয়োজনে শেখ মনি স্মৃতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

উক্ত সম্মেলনে জেলার সব দপ্তরের প্রধানসহ সহস্রাধিক প্রান্তিক কৃষক অংশগ্রহণ করেন। “শস্যপূর্ণ গোপালগঞ্জ খাদ্যে স্বয়ম্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।


বিজ্ঞাপন

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ  আব্দুল কাদের।

অতিথিদের আলোচনা ও প্রবন্ধে কৃষিতে  দীর্ঘমেয়াদী পরিকল্পনা, জলাবদ্ধতার অবসান, কৃষি জমির উর্বরতা বৃদ্ধি, জৈব সার ব্যবহার ও কৃষি সমস্যার সমাধানসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।

কৃষির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে বক্তব্য রাখেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ডক্টর জিলহাস আহমেদ জুয়েল, ফরিদপুর বিএডিসির যুগ্ম  পরিচালক (সার) কৃষিবিদ এস, এম ইকরামুল হক ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) গোপালগঞ্জ উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনুর রশিদ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *