মেঘালয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নিহত

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি  (সিলেট) :  ভারতীয় মেঘালয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী এক চোরাকারবারি নিহত হয়েছে। নিহতের নাম সাইদুল ইসলাম। সে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তগ্রাম গামাইতলা খাসপাড়া (পুর্বপাড়া)’র বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে। গতকাল  বুধবার সন্ধা সাড়ে ৬টার দিকে সুপারীর চালান নিয়ে পাচার করতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে মেঘালয়ের শিলং ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের কড়াইগড়া ক্যাম্পের টহলদল চোরাকারবারি সাইদুলকে লক্ষ্য করে লক্ষ্য করে গুলিবিদ্ধ করে।


বিজ্ঞাপন

খবর পেয়ে বিজিবি’র টহলদল ও স্থানীয়রা সীমান্তের জিরো লাইন থেকে তাকে উদ্যার করে। এরপর পরিবারের লোকজন দ্রুত সুনামগঞ্জ জেলা সদর মডেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


বিজ্ঞাপন

বুধবার রাতে সরজমিনে বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তের বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের নিকট খোঁজ নিয়ে জানা গেছে, ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের মাছিমপুর বিওপির বিজিবি নজর এড়িয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত রেখার মেইন পিলার ১২০৯ অতিক্রম করে সাইদুল বাংলাদেশ থেকে একাধিক শ্রমিকের মাধ্যমে সুপারির চালান নিয়ে মেঘালয় ষ্টেইটের আমপানগ্রী বস্তি এলাকায় প্রবেশ করে।

এরপর সেখানে ভারতীয় চোরাকারবারিদের নিকট সুপারির চালান হস্তান্তরের জন্য অপেক্ষারত ছিল সাইদুল। ওই সময় ভারতের মেঘালয় ষ্টেইটের শিলং ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের কড়াইগড়া ক্যাম্পের বিএসএফের টহল দল তাকে লক্ষ্য করে গুলি করে।
বুধবার রাতে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম জানান, বুকে পেটে গুলিবিদ্ধ হয়ে সাইদুল মারা গেছে।

বিশ্বম্ভরপুর থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান ভারতীয় বিএসএফের গুলিতে সাইদুল নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জ সদর মডেল হাসপাতাল মর্গে রেখেই সদর মডেল থানা পুলিশ হেফাজতে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরী করা হবে।
উল্ল্যেখ যে, গেল বছরের ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান বিশ্বম্ভরপুর থানার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
তিনি সীমান্তবর্তী বিভিন্ন স্থানে সরেজমিনে গিয়ে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

পুলিশ সুপার সীমান্ত দিয়ে কোনো চোরাচালান বা অবৈধ কার্যক্রম হয় কিনা? তা জানতে স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। একই সঙ্গে তিনি সীমান্ত নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ধারণা নেন। পরিদর্শনকালে তিনি বলেন, সীমান্ত এলাকা চোরাচালান এবং অবৈধ কার্যক্রমের রোধে পুলিশ সর্বদা সজাগ ও কঠোর অবস্থানে রয়েছে।

গতকাল বুধবার রাতে ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ বিজিবি’র সুনামগঞ্জের অধিনায়ক (সিও বিজিবি) লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, এলাকাবাসী ও গোয়েন্দা সুত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিশ্বম্ভরপুরের গামাইতলার ওপারে এক বাংলাদেশি সুপারির চালান নিয়ে চোরাকারবারের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে সেখানকার কড়াইগড়া বিএসএফের টহল দল গুলি করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *