চট্টগ্রামে অনলাইন জুয়ার টাকা জোগাড় করতে চুরি : সংবাদ সম্মেলনে পিটিআই 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর চট্টগ্রাম প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

সারাফাত হোসেন ফাহাদ (চট্টগ্রাম) :  অনলাইন জুয়া খেলার টাকা জোগাড় করতে গিয়ে চুরির ঘটনা দেখে ফেলায় গৃহকর্মী মাসুদা বেগমকে (৬৫) খুন করেছে সিভিল ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষের ছাত্র আবির হোসেন রাফি (২০)। গতকাল  বুধবার (৮ জানুয়ারি) দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফেনীর পুলিশ সুপার জয়িতা শিল্পী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।


বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকা থেকে আবিরকে গ্রেফতার করা হয়। আবির আল রাফি নোয়াখালী সদর উপজেলার চর মটুয়া গ্রামের আনোয়ারুল হক মেম্বারবাড়ির মো. মেজবাহ উদ্দিনের ছেলে।


বিজ্ঞাপন

জয়িতা শিল্পী বলেন, মাসুদা বেগমকে ছুরিকাঘাতে হত্যার দায়ে গ্রেফতারকৃত আবির হোসেন রাফি পিবিআই’র জিজ্ঞাসাবাদে জানায়, সে বেশ কিছু দিন ধরে অনলাইনে জুয়া খেলায় তীব্রভাবে আসক্ত ছিল। একপর্যায়ে জুয়া খেলার টাকা সংগ্রহের জন্য সে মরিয়া হয়ে ওঠে। রাফি তার বাবার কাছ থেকে একটি ল্যাপটপ কেনার কথা বলে ৪০ হাজার টাকা বাড়ি থেকে নিয়ে আসে।

ওই টাকাও সে জুয়া খেলায় নষ্ট করে ফেলে। হত্যাকাণ্ডের ঘটনার দিন (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার রাফি ফারুক কমিশনারের বাড়িতে চুরি করতে গেলে গৃহকর্মী মাসুদা বেগম দেখে ফেলে। একপর্যায়ে মাসুদা বেগম তাকে আটকানোর চেষ্টা করলে রাফি ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, পিবিআই’র ক্রাইমসিন টিম ঘটনাস্থলের ভিডিও ফুটেজসহ বিভিন্ন আলামত উদ্ধারসহ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ছায়া তদন্ত অব্যাহত রাখে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও প্রকৃত অপরাধীকে গ্রেফতারে চেষ্টা করতে থাকে।

ভিডিও ফুটেজ পর্যালোচনাসহ গোপন অনুসন্ধানের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতার করা হয়।আসামির তথ্যমতে, হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধারে অভিযান চলাকালে রক্তমাখা ছুরি ও রাফির পরিহিত গায়ের ফুলহাতা সাদা কালো রঙের চেক শার্ট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আদালতের মাধ্যমে মামলার পরবর্তী কার্যক্রম এগিয়ে যাবে।এর আগে, গত ২৬ ডিসেম্বর ফেনী পৌরসভার ফলেশ্বর নামক স্থানে সাবেক (ফারুক) কাউন্সিলরের বাসার গৃহকর্মী মাসুদা বেগমকে ধারালো ছুরি দিয়ে খুন করা হয়।

এ ঘটনায় ভিকটিমের ছেলে মো. জাফর বাদী হয়ে ফেনী মডেল থানার মামলা দায়ের করেন। নিহত মাসুদ বেগম ধর্মপুর ইউনিয়নের পিঠাপাশারী গ্রামের মো. সিরাজের স্ত্রী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *