মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জ পৌরপার্কের উন্মুক্ত মঞ্চে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্য ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি গোপালগঞ্জের ব্যবস্থাপনায় ও পরিচালনায় ৬-৮ জানুয়ারি ৩ দিন ব্যাপী ‘লোকনাট্য সমারোহ’ সাংস্কৃতিক অনুষ্ঠান সমাপ্ত হয়েছে ৮ জানুয়ারি বুধবার।
গত ৬ জানুয়ারি সোমবার গোপালগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় এই উৎসবের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ কামারুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ মিজানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ গোলাম কবির।
৩ দিন ব্যাপী এ উৎসবে প্রতিদিন বাংলার ঐতিহ্যবাহী লোক সাংস্কৃতির নিদর্শন নীল গান, সং গান, অষ্টক গান, হলোই গান, কবি গান ইত্যাদি পরিবেশিত হয়।
গোপালগঞ্জ জেলার শিল্পীদের পরিবেশনায় প্রতিদিন হাজার হাজার দর্শক শ্রোতা এই উৎসব উপভোগ করেন। গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারহান কবির সিফাতের দক্ষ ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সার্বিক সফলতা অর্জন করেছে।