বাগেরহাটের শরণখোলায় পাখি শিকার প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার, (বাগেরহাট)  :  বাগেরহাটের শরণখোলায় পাখি নিধন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিমের উদ্যোগে সুন্দরবন সংলগ্ন সোনাতলা বহুমুখী সাইক্লোন সেন্টারে এই সভার আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন সিপিজি সদস্য মোঃ খলিলুর জমাদ্দার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সভাপতি নাজমুল ইসলাম, প্রতিবেশ প্রকল্পের প্রতিনিধি মেহেদী হাসান, এবং সংরক্ষণ টিমের অন্যান্য সদস্যরা।


বিজ্ঞাপন

বক্তারা পাখি নিধনের ক্ষতিকর প্রভাব, জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশ সুরক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা স্থানীয় জনগণকে পাখি শিকার বন্ধে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেন।

অনুষ্ঠানে স্থানীয় জনগণ, সিপিজি সদস্য এবং পরিবেশবিদরা উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ পাখি শিকার প্রতিরোধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *