মাগুরা প্রতিনিধি : মাগুরায় এখন ফার্নিচার ব্যবসায়ী বাসুদেব সরকার আলোচিত নাম।।দৃশ্যত, আয়ের উল্লেখযোগ্য সংস্থান না থাকলেও তিনি মাগুরা শহরে ৪ তলা একটি বাড়ি ক্রয় করেছেন ( দলিল মুল্যে) ১.৫ (দেড় কোটি) টাকায়। এই বাড়ীর বর্তমান বাজার মুল্য ৫ কোটি টাকা হলেও সরকারী স্ট্যাম্প কর ফাঁকি দেওয়ার জন্য তিনি বাড়ির মুল্য দেখিয়েছেন ১.৫ (দেড় কোটি) টাকা।
এই দলিল রেজিষ্ট্রেশনকালে তিনি অর্থের কোন সংস্থান দেখাননি। সাব রেজিস্ট্রারকে ৩০ লাখ টাকা ঘুস দিয়ে ৫ কোটি টাকা দামের বাড়ি (১.৫ দেড় কোটি) টাকা মুল্যে রেজিষ্ট্রি করেছেন।
এই বাসুদেব সরকার মাগুরায় ফার্নিচার ব্যবসার আড়ালে নানা প্রকার চোরাচালানী ব্যবসা,মাদক ব্যবসা, গোল্ড পাচার ও ভারতের সাথে হুন্ডি ব্যবসা করেন বলে অভিযোগ পাওয়াগেছে।
মাগুরা শহরের একজন ব্যবসায়ী তার কাছে ১১ লক্ষ টাকা পাবেন কিন্তু তিনি সেই টাকা না পরিশোধ করে উল্টো ঐ ব্যবসায়ীকে জীবন নাশের হুমকি দিচ্ছেন।
বাসুদেব সরকার নামের এই নব্য কোটিপতির বিরুদ্ধে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও মাগুরা জেলা পুলিশ প্রশাসনের পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।