অভয়নগর (যশোর) প্রতিনিধি : “খেলায় বৃদ্ধি করে মনোবল, মাদক ছেড়ে খেলতে চল” স্লোগানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৈশ হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলার অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের ১নং ওয়ার্ড কাদিরপাড়া গ্রামের সর্ব স্তরের যুব সমাজের আয়োজনে ঐতিহ্যবাহী নৈশ হাডুডু খেলা উপভোগ করে আনন্দিত অত্র এলাকার সাধারন জনগন। এ ধরনের ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখে আনন্দ উপভোগ করতে পেরে ওই এলাকার নারী-পুরুষ আয়োজক যুবসংঘের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন।
শুক্রবার ১০ জানুয়ারী কাদিরপাড়া বাজার সংলগ্ন মাঠে ৪ দলীয় নৈশ হাডুডু খেলায় (০৩) তিন টি গোল করে চেম্পিয়ন হয়ে প্রথম পুরষ্কার পায় রাকিব দলের সদস্যরা। এসময় (০১) এক টি গোল করে রানার্স আপ হয়ে দ্বিতীয় পুরষ্কার পায় রিফাত দলের সদস্যরা। হাডুডু খেলাটি বকাল ৪টায় শুরু হয়ে ৪ রাউন্ড খেলার মাধ্যমে ফাইনাল খেলা শেষ হয় সন্ধ্যা ৮টায়। এরপর অতিথি বৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
অনুষ্ঠানে আমিনুর গোলদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পায়রা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি মো: ইমান আলী গাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: রফিকুল ইসলাম বাবু, তহমান বিশ্বাস, সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান গোলদার, মো: জহুরুল গোলদার, সাংবাদিক মো: সুমন হোসেন সহ প্রমুখ।
বক্তারা বলেন, সমাজের ছেলেরা বিভিন্ন ঐতিহ্যবাহী খেলায় অংশ নেওয়ার মাধ্যমে নিজেদের কে মাদক এর মতো বিষ থেকে রক্ষা করতে পারবে। অপরদিকে নিজেরা আনন্দ উপভোগ করতে পারবে। এজন্য এ ধরনের উদ্যেগকে স্বাগতম জানায়। এমন সব ভালো কাজে পাশ্বে থেকে আর্থিক সহ সব ধরনের সহযোগিতা করবো, ইনশাআল্লাহ।