সারাফাত হোসেন ফাহাদ : গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি ও কাশিমপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম খানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ জানুয়ারি) টঙ্গী পূর্ব থানা পুলিশ শৈলারগাতি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। কামরুল ইসলাম খান মৃত মজলিস খানের ছেলে এবং গাজীপুর মহানগরের কাশিমপুর থানার ভবানীপুর গ্রামের বাসিন্দা।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, কামরুলের বিরুদ্ধে গাছা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে গাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।