মাসুদুর রহমান : কৃষকের গরু চুরি করে দলীয় কর্মী-সমর্থকদের জন্য ভুড়িভোজ আয়োজনের ঘটনায় থানায় ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর জামালপুরের মাদারগঞ্জের আদারভিটা ইউনিয়নের সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী (৪৮ ) কে সাময়িক বহিষ্কার করেছে উপজেলা বিএনপি । শনিবার (১১ জানুয়ারী ) সন্ধ্যায় তাকে সাময়িক বহিষ্কারের বিষয়টি মাদারগন্জ উপজেলা বিএনপির আহব্বায়ক এ্যাড. মন্জুর কাদের বাবুল খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সৎম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে অনুলিপি দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয় ।
মামলা ও স্থানীয় সুত্রে জানা যায় , মাদারগন্জ উপজেলার খামার মাগুরা গ্রামের মরহুম সৈয়দ আলী মন্ডলের ছেলে মোঃ এফাজ মন্ডল শুক্রবার রাতে গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পড়েন । মধ্য রাতে ঘুম ভেঙে গেলে তিনি দেখতে পান গোয়াল ঘরের দরজ খোলা ও ভেতরে থাকা তার নব্বই হাজার টাকা মূল্যের একটি গরু নেই। তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে ও বিভিন্ন জায়গায় গরুর খোজ করতে থাকেন । এরপর প্রতিবেশী ও স্থানীয়দের সহায়তায় গরুর চামড়াসহ একই এলাকার কসাই বজলু প্রামাণিককে হাতেনাতে ধরে ফেলেন কৃষক এফাজ মন্ডল।
শনিবার ভোরে পাশর্^বর্তী দক্ষিণ কয়ড়া গ্রামে বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীর বাড়িতে চুরি হওয়া গরু জবাই করে ভুড়িভোজের বিষয়টি জানাজানি হলে রান্না করা বিরিয়ানী স্থানীয়রা লুটপাট করে নিয়ে যায় ।এর পর থেকেই মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী ও তার স্ত্রী লায়লা খাতুন ইতি বাড়ি থেকে পালিয়ে যান । খিচুড়ি লুটপাটের একটি ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয় । এদিকে সেনাবাহিনীর সদস্যরা ও মাদারগন্জ থানা পুলিশ ওই বিএনপি নেতার বাড়ি পরিদর্শন করেন।
পরে মোঃ এফাজ মন্ডল বাদী হয়ে ১৮৬০ পেনাল কোডের ৩৮০/৪১১/৩৪ ধারায় যুবদল কর্মী সুমন মন্ডলকে প্রধান আসামী করে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করলে পুলিশ যুবদল কর্মী সুমন মন্ডল ও কসাই বজলু প্রামাণিককে গ্রেফতার করে বিকেলেই আদালতে প্রেরণ করেন । এ ছাড়াও গরুর চামড়া ও ২০ কেজি গরুর মাংস জব্দ করা হয়।
মামলার অন্যান্য আসামীরা হলেন , কয়ড়া দক্ষিণ পাড়া এলাকার মরহুম গোলাম মোস্তফা চৌধুরীর ছেলে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান ওরফে মুক্তা চৌধুরী (৪৮),কাফির ছেলে মিঠু (৪০), সোবাহানের ছেলে জামিউল (৩৫),কছিম উদ্দিনের ছেলে আব্দুল হাকিম (৩৫) , মোহাম্মদ আলীর ছেলে রতন সরদার (৩৮), সুজন (৪০), বিজ্ঞ চৌদুরী (৪৫), সাজা (৫০), বাদল (৩২), ফতু মিয়া (৪০)।
এ বিষয়ে মামলার বাদী কৃষক এফাজ মন্ডল জানান, শনিবার সকালে মাদারগঞ্জ উপজেলার জুনাইল রাইসিয়া বালিকা দাখিল মাদরাসা প্রাঙ্গণে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দল নারী সমাবেশের আয়োজন করে।
ওই সমাবেশে অংশ নেয়া কর্মী-সমর্থকদের জন্য উপজেলার দক্ষিণ কয়ড়া গ্রামে ভুড়িভোজের আয়োজন করেন মাদারগঞ্জের আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিকা লায়লা খাতুন ইতি।
তবে ভোজের বিরিয়ানী রান্নার জন্য গতকাল শুক্রবার রাতে উপজেলার জোরখালী ইউনিয়নের খামারমাগুরা গ্রামের কৃষক এফাজ মন্ডলের গোয়ালঘর থেকে গরু চুরি করে গভীর রাতে গরু জবাই করার মত কাউকে না পেয়ে সুমন মন্ডল, কসাই বজলু প্রামাণিক সহ কয়েকজন কর্মীর সহায়তায় বিএনপি নেতা মুহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী নিজেই গরুটি জবাই করেন। আমি মামলা করেছি । আমি এ ঘটনার বিচার চাই ।
এদিকে আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীর নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: হাসান আল-মামুন জানান, গরু চুরির অভিযোগে দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে । অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে ।
মাদারগন্জ উপজেলা বিএনপির আহব্বায়ক এ্যাড. মন্জুর কাদের বাবুল খান জানান , দলের ভাবমুর্তি ও মর্যাদা ক্ষুন্নের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে ।
Post Views: 77