তাপস চন্দ্র সরকার, (কুমিল্লা) : কুমিল্লায় ডিসেম্বর মাসে ৭টি খুন, ২৫টি নারী ও শিশু নির্যাতন, ৬টি ধর্ষণসহ বিভিন্ন অপরাধের ঘটনায় ৩৯৯টি মামলা হয়েছে। আজ রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়েছে।
অপরাধ বিবরণী থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, জেলায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত ডিসেম্বর মাসে কুমিল্লায় ৭টি খুন ও জেলায় বিভিন্ন অপরাধে মোট মামলা দায়ের করা হয়েছে ৩৯৯টি । এ ছাড়া ৫৬টি অগ্নিকাণ্ড হয়েছে।
পরিসংখ্যানে জানা গেছে, ডিসেম্বর মাসে কুমিল্লায় ১০টি সড়ক দুর্ঘটনায় মোট ১৭ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে ১৩ জন। মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী এবং টাস্কফোর্সের ১৯টি অভিযানে ৫ জন, পুলিশ ৮২২টি অভিযানে ১৪০ জন, বিজিবি ১৮৬১টি অভিযানে ৫ জন, র্যাবের ১৩টি অভিযানে ২৩ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ১৬০টি অভিযানে ৪১ জনকে আটক করা হয়েছে।
সভায় আরও জানানো হয়, পরিবেশ দূষণ রোধে ৭১টি অভিযানে ১০৬টি মামলায় ৭ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে ৮টি প্রতিষ্ঠান নানান অভিযোগে বন্ধ করা হয়েছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ১৫টি প্রতিষ্ঠানকে ৯৪ হাজার টাকা জরিমানা করে। এ ছাড়া ভোক্তা অধিকার আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ২৭টি অভিযান পরিচালনা করে ৪০টি মামলায় ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করে।
এ ছাড়া বন বিভাগ ১৩৪টি অভিযান পরিচালনা করে। ডিসেম্বর মাসে মাদক ও চোরাচালান সংক্রান্ত মোট ১১৩টি মামলা দায়ের করা হয়েছে এবং ৮৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ১৯৯টি মোবাইল কোর্টে ৩৩২টি মামলায় ৪৯ লাখ ৯৫ হাজার ৯৫০টাকা এবং নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন ও নিচু জমিতে বালু দিয় ভরাট, পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৪৬টি অভিযানে ৩৮ মামলায় ৩০ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছারের সভাপতিত্বে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।