করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ৫৪৩৬

আন্তর্জাতিক স্বাস্থ্য

ডেস্ক রিপোর্ট : মহামারী করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। শনিবার (১৪ মার্চ) এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৬ জন।
পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ডোমিটারস জানাচ্ছে, এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১৩২ টি দেশের ১ লাখ ৪৫ হাজার ৮১০ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ৫৩০ জন।
এই ওয়েবসাইটটি জানাচ্ছে, বর্তমানে এ ভাইরাসে আক্রান্ত ৬৭ হাজার ৮৪৪ জন মানুষ চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৬ হাজার ৮২ জনের অবস্থা সঙ্কাটাপন্ন আর ৬১ হাজার ৬০১ জনের অবস্থা স্থিতিশীল।
ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি চীনে। দেশটিতে ৮০ হাজার ৮২৪ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ৩ হাজার ১৮৯ জন। মৃত্যুর দিক দিয়ে চীনের পরেই আছে ইতালি। দেশটিতে ১ হাজার ২৬৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ইরানে ১১ হাজার ৩৬৪ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৫১৪ জন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *