নিজস্ব প্রতিনিধি (রংপুর) : আজ রবিবার ১২ জানুয়ারী , বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের আওতাধীন রংপুর ও নীলফামারী জেলার অবৈধ প্রতিষ্ঠানে সার্ভিল্যান অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের অফিস প্রধান ও উপপরিচালক (পদার্থ) প্রকৌঃ মুবিন-উল-ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের ফিল্ড অফিসার (সিএম), প্রকৌঃ মোঃ তাওহিদ আল-আমিন ও খন্দকার মোঃ জামিনুর রহমান।
যে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরর জন্য আলামত জব্দ করা হয়েছে সে প্রতিষ্ঠানগুলো যথাক্রমে, ভাই ভাই মিষ্টিমুখ, নতুন চৌপতি, বাসস্ট্যান্ড, তারাগঞ্জ, রংপুর, সিলেট কনফেকশনারি, নতুন চৌপতি, বাসস্ট্যান্ড, তারাগঞ্জ, রংপুর, নিউ মিষ্টিবন, চৌপতি, বাসস্ট্যান্ড, তারাগঞ্জ, রংপুর, নিউ বনফুল হোটেল এন্ড রেস্টুরেন্ট, পুরাতন চৌপতি, তারাগঞ্জ, রংপুর, জুয়েল হোটেল এন্ড রেস্টুরেন্ট, কলাহাটি, তারাগঞ্জ বাজার, রংপুর, আল সামস সুইটস, বঙ্গবন্ধু চত্বর, সৈয়দপুর, নীলফামারী, সুগন্ধা বেকারি, বঙ্গবন্ধু চত্বর, সৈয়দপুর, নীলফামারী, পাহালওয়ান সুইটস, ডা. জিকরুল হক রোড, সৈয়দপুর, নীলফামারী, নিউ দিলকুশা মিষ্টি ভান্ডার, ডা. জিকরুল হক রোড, সৈয়দপুর, নীলফামারী এবং দিলশাদ মিষ্টান্ন ভরুার, ডা. জিকরুল হক রোড, সৈয়দপুর, নীলফামারী
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের কর্মকর্তারা।