বিজিবি’র ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) কর্তৃক শীতার্তদের মাঝে মাঝে শীতবস্ত্র বিতরণ

Uncategorized জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন মানবিক খবর রাজধানী

নিজস্ব প্রতিবেদক   : আজ রবিবার  ১২ জানুয়ারি, চলমান তীব্র শীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অধীনস্থ ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।


বিজ্ঞাপন

রবিবার  ১২ জানুয়ারি,  সকালে বিজিবি’র ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর উদ্যোগে রাজধানী ঢাকার গাবতলীতে বিজিবি মার্কেটের পাশে কাঁচাবাজার কলোনী এলাকায় বসবাসরত অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।


বিজ্ঞাপন

ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ রকিবুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণিত এলাকার ৩০০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।


বিজ্ঞাপন

এসময় অত্র ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ আফিক হাসান এবং সহকারী পরিচালক মোঃ শাহাদাত হোসেনসহ বিজিবির বিভিন্ন পদবীর সৈনিক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে ঢাকা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান বলেন, ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ মোকাবেলায় সব সময়ই অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।

গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচন্ড শীতে অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে। সারাদেশে অসহায় ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি। এর ধারাবাহিকতায় আজ এখানে বিজিবির পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *