বাগেরহাটের  শরণখোলায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

Uncategorized অর্থনীতি খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বানিজ্য বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার (বাগেরহাট) :  “জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হবো বিশ^ময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবের সামনে ১৩ জানুয়ারী সকাল ১০ টায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ মেলার উদ্বোধন করেন। শিশুদের মেধা বিকাশে তাদের চিন্তা চেতনায় ও মননে কি কি নতুন প্রযুক্তি আছে তা বেড় করে আনার লক্ষ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা আয়োজন করা হয়েছে।


বিজ্ঞাপন

মেলায় উপজেলার শরণখোলা সরকারি কলেজ, রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল, আরকেডিএস বালিকা বিদ্যালয়, তাফালবাড়ী স্কুল এন্ড কলেজ, আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে আগামী দিনগুলিতে তাদেরকে বিশে^র দরবারে প্রমান করার প্রয়াস ব্যক্ত করেন।


বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ধনজ্ঞয় মন্ডল, সহকারী শিক্ষা কর্মকর্তা বিধান চন্দ্র, তাফালবালবাড়ী কলেজের সাহকারী অধ্যাপক উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ মালেক রেজা, সহকারী আইসিটি কর্মকর্তা মাসুদ হোসেন ও উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীম হাসান সুজন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *