সারাফাত হোসেন ফাহাদ : ঢাকা জেলার পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জনাব মোঃ আনিসুজ্জামান এর সঠিক দিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে নবাবগঞ্জ থানার একটি চৌকস টিম স্থানীয় জনগণের সহায়তায় নবাবগঞ্জ থানার দুইটি নিয়োমিত মামলায় ১২/০১/২৫ খ্রিস্টাব্দ নবাবগঞ্জ থানা এলাকা থেকে আন্তঃজেলা চোর চক্রের ৫ জন সদস্য কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা যথাক্রমে, মোহাম্মদ আল আমিন @ অনিক (২৭), আরিফ গাজী (২৫), শেখ আলমগীর (৪০), শেখ মিন্টু (৪২) এবং সোহেল ব্যাপারী (২৮)।
এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ২ টি ব্যাটারী চালিত ইজিবাইক উদ্ধার করেন । আসামীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান আছে ।