নরসিংদীতে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নাজমুল হাসান :  সোমবার তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে আবিবি-নরসিংদীর তত্ত্বাবধানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজ এর নেতৃত্বে ছোট রামচন্দ্রী, আলগী, খোসপাড়া, নূরালাপুর, মাধবদী, নরসিংদী এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।


বিজ্ঞাপন

এসময় অবৈধ সংযোগ ব্যবহারকারীদের প্রায় ১২০০ ফুট ১” এবং ৩/৪” পাইপ উচ্ছেদ করা হয় যার সাথে ৩০০ জন অবৈধ গ্রাহকের ৩০০ টি ডাবল চুলা বিচ্ছিন্ন করা হয়। সাথে আনুমানিক প্রায় ২০০০ ফুট হোস পাইপ উচ্ছেদ করা হয়। এবং একজন গ্রাহক কে ২০০০০(বিশ হাজার) টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য ইতোপূর্বে উল্লেখিত এলাকায় ০৪ (চার) বার মোবাইল কোর্টে পরিচালনা করা হয়েছে।

মোবাইল কোর্ট অভিযানে উপস্থিত ছিলেন আবিবি নরসিংদীর উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ মামুনুর রহমান , ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ মাকসুদুর রহমান , প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেনসহ আবিবি নরসিংদী অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ


বিজ্ঞাপন
👁️ 1 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *