মোয়াজ্জেম হোসেন, (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে চলছে ২০ দিনব্যাপী মেলা। কলাপাড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই মেলার প্রধান আকর্ষণ হিসেবে প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তারই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় টিয়াখালী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় সংগীত দিয়ে মন মাতাতে আসেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর আরটিভি,এশিয়ান টিভি ও বৈশাখী টিভির নিয়মিত শিল্পী মো.রাশেদুজ্জামান এবং ডিজিটাল ক্রিয়েটর ও ডেন্টাল সার্জন পটুয়াখালী ডা.ফইজুল ইসলাম।
সন্ধ্যার পরই উপজেলা প্রশাসনের খেলার মাঠ উৎসুক জনতার ভিড়ে পরিপূর্ণ হয়ে যায়। ডা.ফয়জুল একে একে কেন এই নিসংগতা….পাগলা হাওয়া…. সেই তুমি কেন এত অচেনা হলে সহ আরও অনেক গান। এবং রাশেদুজ্জামান গেয়েছেন চুমকি চলেছে একা পথে…রশিক আমার মন মজাইয়া…সোনা বন্ধুরে সহ আধুনিক, ব্যান্ড এবং ফোক গানে মঞ্চ মাতিয়ে রেখেছিলেন। সবশেষে চ্যানেল আই সেরা কন্ঠের মেঘ মুন্না রাত ১১টা পর্যন্ত মঞ্চ মাতিয়ে রাখেন।
শিল্পী রাশেদুজ্জামান বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমন সুন্দর একটা আয়োজন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেন, কলাপাড়ার মানুষ অনেক আনন্দপ্রিয়। দাওয়াত পেলে বারবারই এখানে ছুটে আসবেন বলে তিনি জানান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম জানান, রাশেদুজ্জামান এবং ডাক্তার ফাইজুল ইসলাম আমাদের ব্যাচমেট। তারা দুজন’ই অসাধারণ পারফর্মেন্স করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম বলেন, কলাপাড়ার মানুষকে আনন্দ দিতে চেষ্টা করে যাচ্ছি। তারুণ্যের উৎসব উপলক্ষে কলাপাড়ায় ২০ দিন ব্যাপী বিভিন্ন মেলা চলছে। সেই সাথে কুয়াকাটায় চলছে পর্যটন মেলা।তিনি আরও বলেন, ডা.ফইজুল ইসলামের গান আগেও শুনেছি। আজ রাশেদুজ্জামান’র গান শুনলাম তারা দুজন’ই চমৎকার পারফর্মেন্স করেছেন।