কলাপাড়ায় অধিগ্রহণকৃত জমির মূল্য পরিশোধসহ পূর্ণবাসনের দাবীতে সাংবাদিক সম্মেলন

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন সারাদেশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি  : পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেঘাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের অধিগ্রহণকৃত ভুমির মূল্য পরিশোধসহ পূর্ণবাসনের দাবীতে সাংবাদিক সম্মেলন করেছে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।


বিজ্ঞাপন

বুধবার বেলা এগারটায় কলাপাড়া রিপোর্টস ইউনিটতে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ক্ষতিগ্রস্থ পারিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলার মরিচবুনিয়া এলাকার আবুল খান। এসময় উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্থ হোসনেয়ারা বেগমসহ পরিবারের সদস্যরা।

লিখিত বক্তব্যে আবুল খান বলেন, ২০১৪ সালে পায়রা ১৩২০ মেঘাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণ শুরু হয়। ২০১৮ সালে শুরু প্লান্টের নির্মান কাজ। অধিগ্রহনের শুরুতে অনেকের অত আমাদের জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু গাছপালা, পুকুর, ঘরবাড়ির ক্ষতিপূরনের টাকা পরিশোধ করা হলেও অদ্যাবধি আমাদের পাচটি পরিবারের জমির মূল্য দেয়া হয়নি।


বিজ্ঞাপন

এসব পরিবারকে আবাসনে পূর্ণবাসন করা হয়নি। এনিয়ে প্লান্টের দায়িত্বশীল অফিসার, জেলা ভূমি অধিগ্রহণ শাখায় একাধিকবার ছুটে গেলেও কোন প্রতিকার মেলেনি। এখন পরিবার পরিজন নিয়ে রাস্তার পাশে ঝুপড়ি ঘরে বসবাস করছি।


বিজ্ঞাপন

আবুল খান বলেন, আবাসনে খালি ঘর থাকা সত্ত্বেও আমরা প্লান্টের দায়িত্বশীল অফিসাররা আমাদের ঘর বরাদ্দ দিচ্ছেনা। অথচ আবাসনে এমন অনেক পরিবার রয়েছে যারা দুটি ঘর দখল করে রেখেছে।

অপরভূক্তভোগী হোসনেআরা বেগম বলেন, স্বামীকে হারিয়েছি। ছেলে নেই। চার মেয়েকে বিয়ে দিয়েছি। বাড়ি ঘর হারিয়ে একা রাস্তার পাশে খেয়ে না খেয়ে দিন পার করছি।

পায়রা ১৩২০ মেঘাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা জজ তালুকদার বলেন, অধিগ্রহণ ভূমি অধিগ্রহণ শাখার বিষয়। বাড়িঘর হারা পরিবারের তালিকা শুরুতেই প্রস্তুত করা হয়েছে, তারাই পূর্ণবাসন পেয়েছেন।

👁️ 2 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *