মীর যেসান হোসেন তৃপ্তি : বাংলাদেশ ভূমি ও গৃহহীন হাউজিং লিমিটেড ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের যৌথ উদ্যোগে অসহায় পথ শিশুদের মাঝে বই খাতা ও কম্বল বিতরণ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
গতকাল সংগঠনের ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতি স্বাগত বক্তব্যে বলেন,আমরা মাসব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় নিজস্ব অর্থয়নে অসহায় দরিদ্র শিশু ও নিম্নের মানুষের পাশে থাকার চেষ্টা করছি।
এ সময় তিনি আরো বলেন,আমরা দরিদ্র মানুষের সুস্বাস্থ্যের জন্য নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে চাই এবং আমাদের আইডিয়াগুলোর যথাযথ প্রয়োগের মাধ্যমে তাদের কষ্ট দূর করতে চাই। আমাদের প্রতিটি মানবিক পদক্ষেপের উদ্দেশ্যই হচ্ছে তাদের জীবন পরিবর্তন করা। আমরা চাই অসহায় মানুষের প্রতিনিধিত্ব করতে এবং তাদের দুর্দশাকে বিশ্বের সামনে তুলে ধরতে।
আমাদের এই কাজের মাধ্যমে সমাজে এমন কিছু উদাহরণ রেখে যেতে চাই, যাতে আমাদের এই কাজগুলো মানুষকে আরো মানবিক হতে উত্সাহিত করতে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন হাপের সাবেক যুগ্নু পরিচালক মোখলেসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর আলম রাজু, সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আজাহার আলী, অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলী, সাংবাদিক মোঃ আসলাম, মোঃ জুয়েল, প্রমূখ।
এ সময় শতাধিক মাঝে বই খাতা কলম ও কম্বল বিতারন করা হয় । এ সময় পথ শিশুদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে দিনব্যাপী ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। শিশুদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।