তিতাস গ্যাসের আবিবি-সোনারগাঁও আওতাধীন এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা 

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নাজমুল হাসান :  তিতাস গ্যাসের আবিবি-সোনারগাঁও অফিসের আওতাধীন সোনারগাঁও মিরেরটেক এলাকার দুইটি স্পটে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। গতকাল  বুধবার ১৫ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস নারায়ণগঞ্জ অফিসের উপব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো. সেলিম মিঞা, উপ মহাব্যবস্থাপক প্রকৌ.মো.জাহাঙ্গীর আলম ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


বিজ্ঞাপন

এ সময় দুটি স্পটে প্রায় ২ কিলোমিটার পাইপ ৩০০ টি বাড়ির প্রায় ৫০০ টি আবাসিক চুলা ও (২” ও ১.৫” ডায়া বিশিষ্ট ০১ টি এবং ০১ টি অবৈধ ঢালাই কারখানা উচ্ছেদ করা হয়)।অবৈধ ঢালাই কারখানাটিতে ১টি বড় ক্রুসিবল ফার্নেস যার লোড ছিল আনুমানিক ১০০০ ঘনফুট/ঘন্টায় ।


বিজ্ঞাপন

এ সময় ১.৫” ডায়া বিশিষ্ট ৪৮০ ফিট, ২” ডায়া বিশিষ্ট ২০ ফিট এবং ৩/৪” ডায়া বিশিষ্ট ২০০ ফিট এম এস পাইপ এক্সকাভেটরের মাধ্যমে অপসারণ করে জব্দ করা হয়। প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং/ ক্যাপিং করা হয়।


বিজ্ঞাপন

উল্লেখ থাকে যে তিতাস গ্যাসের অভিযানে গত কয়েকদিন পূর্বে কর্মকর্তাদের উপর হামলার ঘটনা ঘটে এরপর থেকে নড়েচড়ে বসেছে তিতাস গ্যাস। তিতাস গ্যাসের অবৈধ ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তিতাস গ্যাসের এই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *