দাদা বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরলো ছোট্ট শিশু সাফওয়ান

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বরিশাল বিশেষ প্রতিবেদন সারাদেশ

কাজি সোহান (বরিশাল) : বরিশালের গৌরনদীতে নিখোঁজ শিশু সাফওয়ানের (৫) ম*রদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৬ জানুয়ারী,  বৃহস্পতিবার রাস্তা পাশে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয় শিশু সামওয়ান হোসনাবাদ উপজেলার ইমরান শিকদারের ছেলে


বিজ্ঞাপন

ঢাকা থেকে দাদা বাড়ি বেড়াতে এসেছিলো সাফওয়ান। দুপুর ২টার দিকে স্থানীয় শিশুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয় সাফওয়ান। দিনরাত খোঁজার পরও কোথাও তার খোঁজ মেলেনি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য’রা খোঁজ করেও কোনো সন্ধান পায়নি।


বিজ্ঞাপন

আজকে ভোরে দাদা বাড়ি থেকে কিছু দূরে তার লাশ দেখতে পায় মুসল্লিরা। মায়াবী চেহারার শিশুটিকে মেরে ফেলে রেখেছিল। বাবার সামনে ৫ বছর বয়সী ছেলের লাশ দেখাটা কতটা মর্মান্তিক নির্মম দৃশ্য!!

সচেতন মহলের দাবি,  মানুষ কিভাবে পারলি কি দোষ ছিলো ওর? ওর চেহারাটা দেখেও একটু মায়া হইলো না? বিবেকে বাঁধলো না? এই রংয়ের দুনিয়ায় কয়দিন থাকবা? দিনশেষে সেই কঠিন বিচারকের সামনে তো দাড়াঁতেই হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে। এ ঘটনায় রুমান চৌধুরী নামে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *