মীর জেসান হোসেন তৃপ্তী (টঙ্গী) : গাজীপুরের টঙ্গীর হযরত হাজী সৈয়দ শাহ বাগদাদী রহঃ দরবার শরীফরে সামনে হাপ স্কুলে বাংলাদেশ ভূমি ও গৃহহীন হাউজিং লিমিটেড ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের যৌথ উদ্যোগে অসহায় পথ শিশুদের নিয়ে বিনোদনের জন্য দিন ব্যাপী ক্রিড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতারনী অনুষ্টান এবং শিশুদের মাঝে বই খাতা কম্বল বিতরণ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সকাল ১০ টায় সংগঠনের অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংগঠনের ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় বলেন,আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ ।
ফলে সমাজের ঝরে যাওয়া শিশুদের প্রতি যত্নশীল না হলে জাতি হুমকীতে পড়বে। এ সব ঝরে যাওয়া শিশুদের কারনে চুরি ছিনতাই,মাদকসহ নানাবিধ অপরাধ বেড়ে চলেছে। সে সব বিবেচনা করে আমরা নিজেস্ব অর্থয়নের সমাজের ঝরে পড়া শিশুদের নিয়ে কাজ করছি। এসময় তিনি আরো বলেন, আমরা অসহায় দরিদ্র মানুষের ভাগ্য উন্নতির জন্য কাজ করে যেতে চাই। এর জন্য সকলের সহযোগীর প্রয়োজন রয়েছে।
সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আজাহার আলীর সঞ্চলনায় উপস্থিত ছিলেন,এশিয়ান টিভির প্রতিনিধি মোঃ শামীম,মোহনা টিভির প্রতিনিধি তরিকুল ইসলাম প্রতিনিধি,সাংবাদিক মোঃ আসলাম, বাংলাদেশ ভূমি ও গৃহহীন হাউজিং লিমিটেড এর নারী ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা,হাফের শিক্ষিকা সাথী, সাবিহা, মৌসুমী, রোজিনা, মাহমুদা প্রমূখ।
এ সময় শতাধিক মাঝে বই খাতা কলম ও কম্বল বিতারন করা হয় । এ সময় পথ শিশুদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে দিনব্যাপী ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। শিশুদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।