মোঃ সাইফুর রশিদ চৌধুরী : আজ শুক্রবার ১৭ জানুয়ারি বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠীর গোপালগঞ্জ সংসদের চতুর্দশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় গোপালগঞ্জ শিল্পকলা একাডেমীর শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উদীচির নেতৃবৃন্দ।
এ সম্মেলনে উদীচি গোপালগঞ্জ জেলা সংসদের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্রনাথ মন্ডল, উদীচির কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মোতালেব, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ডাঃ রনেন বিশ্বাস, গোপালগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক আনিসুর রহমান রাজু, মৌমিতা জান্নাত।
সম্মেলন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে নাজমুল ইসলামকে সভাপতি ও আনিসুর রহমান রাজুকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট গোপালগঞ্জ জেলা সংসদ গঠিত হয়। সম্মেলনের শেষে উদীচি গোপালগঞ্জ সংসদের শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।