যশোরের অভয়নগরে আলহামদুলিল্লাহ্ ইসলামী একাডেমীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

অভয়নগর (যশোর) প্রতিনিধি  :  যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গা গেট এলাকায় অবস্থিত আলহামদুলিল্লাহ ইসলামী একাডেমী এর আয়োজনে একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে (১৭ জানুয়ারি) এই মহতী উদ্যোগের মাধ্যমে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।


বিজ্ঞাপন

ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহামদুলিল্লাহ্ ইসলামী একাডেমীর ব্যবস্থাপনা পরিচালক, শিক্ষক-শিক্ষিকা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমীর পরিচালক মোঃ মহিউদ্দিন মুন্সি তুহিন ও আলহামদুলিল্লাহ্ ইসলামী একাডেমির মুহ্তামিম মাওলানা মোঃ আব্বাস খাঁন।


বিজ্ঞাপন

এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রশিদ শেখ এবং একাডেমীর শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ছিলেন মোঃ শামীম শেখ ও মোসাম্মদ লিয়া খাতুন।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ওই এলাকার বিভিন্ন শ্রেণী পেশার দরিদ্র অসহায় অসংখ্য সাধারন মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য পরিক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ সেবা প্রদান করা হয়েছে। জআলহামদুলিল্লাহ্ ইসলামী একাডেমির পরিচালক মোঃ মহিউদ্দিন মুন্সি তুহিন বলেন,

সমাজ সংষ্কারক হিসাবে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম মানুষের কল্যাণে অব্যহত রাখা হবে। মানুষ মানুষের জন্য এই স্লোগান সামনে রেখে কিছু কাজ করতে চাই। সকলের সহযোগিতা পেলে আরো কিছু জনগুরুত্বপূর্ণ সেবামূলক কার্যক্রমে আমাদের এই প্রতিষ্ঠান বিশেষ অবদান রাখবে বলে আশা করি, ইনশাআল্লাহ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *