মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জের সড়ক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।গতকাল শুক্রবার ১৭ই জানুয়ারি খুব ভোরবেলায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। জানা যায়
খেজুরের রস পানের উদ্দেশ্যে মটরসাইকেল যোগে ভোরে বাড়ি থেকে বের হওয়া তিন বন্ধু অজ্ঞাত বাসচাপায় নিহত হয়েছেন। গোপালগঞ্জের কাশিয়ানী থেকে কালীনগর যাওয়ার পথে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
গতকাল শুক্রবার ১৭ জানুয়ারি সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার হিরণ্যকান্দি সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের পাশে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল আরোহীর তিন জনের দু’জন নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অপর আরোহীকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন কাশিয়ানীর পোনা কাদিরপাড়া গ্রামের বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৬), একই গ্রামের বিশ্ব দাসের ছেলে দীপু দাস (১৫) ও পিংগুলিয়া গ্রামের মনির মৃধার ছেলে মোঃ হৃদয় মৃধা (১৮)।
পারিবারিক সূত্রে জানা যায় সূত্রে জানা যায়, শখের বশে খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে খুব ভোরে বাড়ি থেকে বন্ধুরা মিলে বোয়ারমারী উপজেলার কালীনগর যাচ্ছিল। পথিমধ্যে হিরণ্যকান্দিতে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় ঘন কুয়াশার কারণে ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্যকান্দিতে তিন কিশোর বন্ধুর মোটরসাইকেলটিকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এতে বাইকে থাকা তিনজনই নিহত হয়। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের মাঝে ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।