মোহাম্মদ আবু নাছের, (নোয়াখালী) : নোয়াখালীর সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত ও দুস্হদের মাঝে কম্বল বিতরণ করা হয়। আজ শনিবার ১৮ জানুয়ারী, সকাল সাড়ে ১০ টায় নোয়াখালীর সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ” সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা” এর উদ্যোগে শীতার্ত ও দুস্হদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক শহীদুল্লাহ্ মিন্টু’র সভাপতিত্ব সঞ্চালনা করেন, মাস্টার নূর হোসেন সুমন। সার্বিক সহযোগিতায় ছিলেন, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক সৌদি আরব প্রবাসী মহি উদ্দিন মহিন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক।
এসময় আরও উপস্থিত ছিলেন, মায়া হসপিটালের স্বত্বাধিকারী ও স্বেচ্ছাসেবী আলা উদ্দিন আলো, সেনবাগ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক মোজাম্মেল হক,প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক বাবলু, সেনবাগ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন, সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কম্বল গ্রহণকারী ব্যক্তিবর্গ, স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক ও সদস্যবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।অতিথিবৃন্দ প্রায় ২’শ শীতার্ত ও দুস্হদের মাঝে কম্বল বিতরণ করেন ।