জাতীয় গ্রীডে যুক্ত হয়েছে পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন সারাদেশ

কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি  :  জাতীয় গ্রীডে যুক্ত হয়েছে পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র। গতকাল শনিবার রাত সাড়ে বারোটায় প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) উৎপাদিত ১১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যপস্থাপনা পরিচালক মো. সেলিম ভূইয়া।


বিজ্ঞাপন

কেন্দ্র সূত্র জানায়, পর্যায়ক্রমে প্রথম ইউনিটের পুরো ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হবে। মার্চে দ্বিতীয় ইউনিট (৬৬০ মেগাওয়াট) থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরুর লক্ষ্যে দ্রুত গতিতে কাজ চলছে।


বিজ্ঞাপন

আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড’র (আরএনপিএল) যৌথ উদ্যোগে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করেছে চীনা নির্মাণ প্রতিষ্ঠান নরিনকো ইন্টারন্যাশনাল কো-অপারেশন লিমিটেড ও রাষ্ট্রীয় মালিকানাধীন রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড। ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে ৯৫০ একর আয়তনের এই বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৯ সালের আগস্টে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *