পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্থদের অবস্থান কর্মসূচি  : পুলিশ ও সেনাবাহিনী আন্দোলনকারীদের সরিয়ে দেয়ার চেস্টা

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন সারাদেশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : ভূমি অধিগ্রহণকালীন প্রতিশ্রুতির বাস্তবায়ন, প্রকল্পের কারনে এলাকার জলাবদ্ধতা নিরসন ও পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও প্লান্ট ম্যানেজারের অপসারণ সহ ৯ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদ্যসরা।


বিজ্ঞাপন

রবিবার দুপুর তিনটায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রবেশ পথে সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও সেনাবাহিনী আন্দোলনকারীদের সরিয়ে দেয়ার চেস্টা করলে উত্তেজনার সৃস্টি হয়।


বিজ্ঞাপন

এ সময় বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আন্দোলনের প্রধান সমন্বয়ক রবিউল আউয়াল অন্তর, শহিদুল ইসলাম, রেজাউল প্যাদা, আবু বক্কর সিদ্দিক, মেহেদী হাসান ইলিয়াস সহ আরো অনেকে।

বক্তারা বলেন, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মানের সময় কর্মকর্তারা ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের যোগ্যতানুযায়ী চাকুরীসহ ক্ষতিগ্রস্তদের জীবনমান উন্নয়নে বেশ কিছু প্রতিশ্রুতি দেয়। কিন্তু দীর্ঘদিনেও তাদের দাবি বাস্তবায়ন করেনি বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বশীলরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *