“ফ্যাক্ট চেক” আসছে প্রতি মঙ্গলবার রাত ১০টায় একুশে টেলিভিশনে-

Uncategorized কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  একুশে টেলিভিশন(ইটিভি) এবার নিয়ে আসছে ব্যতিক্রমী এক অনুষ্ঠান “ফ্যাক্ট চেক”। প্রথম পর্ব প্রচারিত হচ্ছে ২১ জানুয়ারি, মঙ্গলবার রাত ১০টায় একুশে টেলিভিশনে।


বিজ্ঞাপন

তথ্য, অপ-তথ্য, ভুল তথ্য আর গুজব নিয়েই এই আয়োজন। প্রতি মঙ্গলবার রাত ১০টায় একুশে টেলিভিশনে লাইভ সম্প্রচারিত হবে “ফ্যাক্ট চেক”।


বিজ্ঞাপন

শুভ আহমেদের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সিনিয়র সাংবাদিক হারুন উর রশীদ। ভুয়া খবর আর গুজবের প্রভাব সুদুর প্রসারী। এটা যেমন ব্যক্তির জীবনকে বিপর্যস্ত করতে পারে। তেমনি জাতীয় জীবনেও তৈরি করতে পারে সংকট। আর এই নকলের ভিড়ে , আসল হারিয়ে যায়। অপ-তথ্যের দাপটে সঠিক তথ্য কোনটি তা নিয়ে নগরিকরা পড়েন সংশয়ে।

শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বইকেই এখন ফেক নিউজের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। আর এই সময়ে “ফেক নিউজ আগ্রাসনের” শিকার হচ্ছে বাংলাদেশ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেক নিউজকে জ্যামিতিকভাবে ছড়িয়ে দিচ্ছে।
গুজব আর অপ-তথ্যের জবাব দিতেই একুশে টেলিভিশনের “ফ্যাক্ট চেক”। গুজব চেনার পদ্ধতিও জানাবেন বিশ্লেষকরা। বলবেন সচেতনতার কথা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *