তিন বার পালিয়েছে শেখ হাসিনা——- অসীম

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ

নিজস্ব প্রতিবেদক :  বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম বলেছেন, ‘পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন শেখ হাসিনা পালায় না। অথচ শেখ হাসিনা এক বার না ৩ বার পালিয়েছে। প্রথম বার ১৯৯৬ সালে বোরকা পড়ে উত্তরবঙ্গের বর্ডার দিয়ে পালিয়ে ছিলেন। ২০০৭ সালে কারাগারে যাওয়ার ভয়ে বাংলাদেশ থেকে দ্বিতীয় বার পালিয়ে ছিলেন। ২০২৪ সালে ৫ আগস্ট বঙ্গভবন থেকে পালিয়েছেন।’


বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জানুয়ারি) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসবচ কথা বলেন তিনি। নিউ মার্কেট থানা বিএনপির উদ্যোগে শীতার্ত ব্যক্তিদের মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

নাসির উদ্দিন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল নাগরিকেরা প্রাণ দিয়েছেন তার মধ্যে অন্তত ৫০০ জন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী। ১৭ বছর শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের দলের শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছেন, গুম হয়েছেন কয়েক হাজার।

‘২০১৫ আন্দোলনে নান্টু নামে এক নেতাকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি ঢাকা মেডিকেলের বাইরে ফেলে রাখা হয়েছিল, আমাদের পরিচিত ডাক্তার ও তাদের সাহায্য করতে পারেনি এমনকি আইন-শৃঙ্খলা বাহিনী বলেছিল ওদের এভাবেই ফেলে রাখা হবে।’

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, সমগ্র বিশ্ব দেখেছে ২৮ হাজার কোটি ডলার এ দেশ থেকে নিয়ে পালিয়ে গেছে। ব্যাংকগুলো লুট করে নিয়ে গেছে। পদ্মা সেতুর নামে, মেট্রো রেলের নামে, ফ্লাইওভারের নামে, দুর্নীতি করে বাংলাদেশের জনগণের টাকা এ দেশ থেকে নিয়ে চলে গেছে।

বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার আমলে তিনবার নির্বাচন; যা বিতর্কের জন্ম দেয়। ২০১৪ সালে বিনা ভোটে নির্বাচন, ২০১৮ সালেদিনের ভোট রাতে, এবং ২০২৪ সালের যেন তেনো করে নামে নির্বাচন করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *