লেঃ কর্ণেল আব্দুল গাফফারের (অব)।
নিজস্ব প্রতিনিধি (চট্টগ্রাম) : গতকাল ২৩ জানুয়ারী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব লেঃ কর্ণেল আব্দুল গাফফারের (অব) বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নিকট অভিযোগ দায়ের করার তথ্য পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল গাফফার প্রায় ৩ বছর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে। চবকে দায়িত্ব পালনকালে গাফফার নিজেকে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের কাছের মানুষ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমের আপন ভাগিনা পরিচয় দিয়ে ক্ষমতার অপব্যবহার, মানবাধিকার লংঘন, উন্নয়ন প্রকল্প থেকে ঘুষ আদায়, কনটেইনার গায়েবসহ নানা দুর্নীতির সাথে জড়িত হন।
আব্দুল গাফফার নিরাপত্তা পরিচালক হিসেবে দায়িত্বে থাকাকালীন ২০১৫-১৬ অর্থ বছরে ২ হাজার ৬২৭টি ও ২০১৬- ১৭ অর্থ বছরে ২ হাজার ১৬২টি পণ্যভর্তি কনটেইনার গায়েব হয়। সূত্র, দৈনিক আমদের সময়, তারিখ ১৮/১/২০১৯খ্রিঃ।
অভিযোগ সূত্রে জানা যাবে, আওয়ামী লীগের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে আব্দুল গাফফার প্রায় ২০০/ দুইশত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছে। গাফফার টাংগাইল জেলার সদর থানার করটিয়া গ্রামের বাসিন্দা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমের মত আব্দুল গাফফারও পালিয়ে যেতে পারে।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, আব্দুল গাফফার ৫ আগষ্টের পর আওয়ামী লীগের নেতাদের ভারতে নিরাপদে চলে যেতে সহযোগিতা করে। সুশীল সমাজের লোকজন মনে করে আব্দুল গাফফার কে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।