মোঃ সাইফুর রশিদ চৌধুরী : তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে অ্যাক্রোবেটিক প্রদর্শনী।
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি সন্ধ্যা সাতটায় গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার ফারহান কবির সিফাত। চীন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমীর একদল শিশু অ্যাক্রোবেট তাদের মনোমুগ্ধকর পারফরমেন্স প্রদর্শন করেন।
এরমধ্যে সাইকেল ব্যালেন্স, বডি ব্যালেন্স, রুলার ব্যালেন্স ও ড্রাম ব্যালেন্সসহ বিভিন্ন প্রকার শারীরিক কসরত প্রদর্শনের মাধ্যমে দর্শক শ্রোতাদের আনন্দ দান করেছেন। যন্ত্রসংগীতের সুরের তালে তালে দর্শক শ্রোতাদের করতালি ও আলোক প্রক্ষেপণের মাধ্যমে অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে ওঠে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান শিল্পী কলাকৌশলী ও দর্শক শ্রোতাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।