মোঃ মনজুর হোসেন,(নোয়াখালী) : বোটানির জাগরণ মহামিলনের সন্ধিক্ষণ” এই স্লোগানকে সামনে রেখে ঐতিহ্যবাহী নোয়াখালী সরকারি কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের পুনর্মিলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল,সকালে কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠান শুরুতে জাতীয় সংগীত পাঠে শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠান শুরু করেন নোয়াখালী সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন। পরে একটি আনন্দ র্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সামনে এসে বৃক্ষ রোপণের মাধ্যমে শেষ হয়।
নোয়াখালী সরকারি কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের পথ চলা শুরু ১৯৯৭ সালে।সেই সময় থেকে যারা বিভাগে শিক্ষকতা শুরু করেছেন এবং অধ্যয়নরত ছাত্র-ছাত্রী ছিলেন সবাই এই বর্নিল আয়োজনে অংশ গ্রহণ করেন।শত ব্যস্ততার মাঝেও দূরদূরান্ত এবং প্রবাস থেকে ছুটে আসেন।
বহু দিন পর সহপাঠী এবং সিনিয়র জুনিয়রদের অনেকে আড্ডা গানে মেতে উঠেন। ভাগাভাগি করে থাকেন বহু দিনপর না বলা কথা গুলো, নবীন প্রবীণদের মিলন মেলায় মুখরিত উঠে এই বিভাগের প্রতিটি দেওয়াল,সিঁডি এবং ক্লাস রুম।এত সব কিছুই পাশাপাশি চলে খাওয়া ধাওয়া নাস্তার পর্ব।
জমে উঠে সেলফি তোলার দূর,বিশেষ করে বেশির ভাগ ছাত্র-ছাত্রী এই গুরুত্ব মূহুর্তকে ফ্রেমে রাখতে ব্যস্ত হয়ে উঠে।
এই দিকে এই আয়োজনকে ঘিরে কলেজ এর প্রধান গেট এবং পুরো ক্যাম্পাসে সাজানো হয়েছে বর্নিল সাজে।অতিহ্যবাহী ড্রিম ইভেন্ট এর দক্ষ ম্যানেজমেন্টের হাতের ছোঁয়ায় রঙিন হয়ে উঠে ক্যম্পাসের পুরো আঙ্গিনা।
দিনব্যাপী এই জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. বকুল ভট্টাচার্য,সহকারী অধ্যাপক শিরিন জাহান,প্রভাষক মোহাম্মদ কামাল উদ্দিন ও প্রভাষক প্রসেনজিত কুমার সাহা সহপ্রমুখ শিক্ষক মন্ডলী ও গণ্য মান্য ব্যক্তি বর্গ। অবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জমকালো এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।