জামালপুরে চোরাই গরুর ভুড়িভোজের ঘটনায় গ্রামীণ ব্যাংক থেকে মুক্তার বদলী  : কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত কর্পোরেট সংবাদ গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

মাসুদুর রহমান,(জামালপুর)  : চোরাই গরুর মাংস দিয়ে ভূড়িভোজ করানোর ঘটনায় রাজনীতি থেকে বহিষ্কারের পর এবার কর্মস্থল থেকে বদলী হলেন মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা। শেরপুরের গ্রামীণ ব্যাংক এর ভেলুয়া শাখা ব্যবস্থাপক মোঃ মাহমুদুল হাসান চৌধুরী মুক্তাকে পিরোজপুর জেলার পাথরঘাটা শাখা ব্যবস্থাপক হিসেবে বদলী করা হয়েছে । তবে চাকুরী ও ইশা বহুমুখী কল্যাণ সমিতির নামে গচ্ছিত  অর্থ আত্মসাতের অভিযোগে ফোঁসে উঠেছে এলাকাবাসী। তাকে নিয়ে বর্তমানেও নানা আলোচনা ও সমালোচনা চলছে উপজেলা জুড়ে।
স্থানীয় সুত্রে জানা যায়, গত ১১ জানুয়ারী ভোর রাতে বিএনপি নেতা ও তার সহযোগীরা উপজেলার খামার মাগুরার কৃষক এফাজ উদ্দিনের একটি গরু চুরি করে মহিলা দলের কর্মী-সমর্থকদের জন্য সকাল থেকেই খিচুড়ি তৈরি করছিল। চুরি করা গরু দিয়ে খিচুড়ীর আয়োজনে এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকা বাসীরা খিচুড়ী লুটপাট করে নেয়। খিচুড়ি লুটপাটের একটি ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়।  পরে মাদারগন্জ উপজেলার খামার মাগুরা গ্রামের মরহুম সৈয়দ আলী মন্ডলের ছেলে মোঃ এফাজ মন্ডল বাদী হয়ে ১৮৬০ পেনাল কোডের ৩৮০/৪১১/৩৪ ধারায় যুবদল কর্মী সুমন মন্ডলকে প্রধান আসামী ও মাহমুদুল হাসান মুক্তা সহ ১২ জনের নাম উল্লেখ ও  অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করলে পুলিশ যুবদল কর্মী সুমন মন্ডল ও কসাই বজলু প্রামাণিককে গ্রেফতার করে বিকেলেই আদালতে প্রেরণ করেন । এ ছাড়াও  গরুর চামড়া ও ২০ কেজি গরুর মাংস জব্দ করে পুলিশ । এদিকে শনিবার (১১ জানুয়ারী ) সন্ধ্যায় মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীকে সাময়িক অব্যাহতি প্রদান করে মাদারগন্জ উপজেলা বিএনপি ও রতন সরদারকে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য পদ থেকে সাময়িক অব্যাহতি এবং রোববার (১৩ জানুয়ারি) রাতে জেলা মহিলা দলের অর্থ বিষয়ক সম্পাদক এর পদ থেকে বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীর স্ত্রী লায়লা খাতুন ইতিকে দলের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্নের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়।
এ বিষয়ে মামলার বাদী কৃষক এফাজ মন্ডল জানান,আমি গরু চুরির ঘটনায় মামলা করেছি। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, অপরদিকে মুক্তা গ্রামীণ ব্যাংকে চাকরির সুবাদে এলাকার মোঃ মোখলেছুর রহমানের ছেলে ফিরোজকে গ্রামীণ ব্যাংকে চাকরি দেওয়ার কথা বলে ৩ বছর আগে ২ লাখ টাকা নিয়েছেন অথচ এখনও তার চাকরি অথবা টাকা কোনোটাই ফিরে পায়নি ফিরোজ। এছাড়া মুক্তা চৌধুরী তার গ্রামের বাড়ি পাটাদহে ইশা বহুমুখী কল্যাণ সমিতির নামে একটি সমিতি করে হাফিজুর রহমানসহ বহু লোকের গচ্ছিত ও সঞ্চিত অর্থ প্রায় কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এদিকে গ্রামীণ ব্যাংক ভেলুয়া শাখার অতিরিক্ত ব্যবস্থাপক ও প্রোগ্রাম অফিসার মোঃ নাছির উদ্দীন জানান, স্থানীয় বিএনপির পদ পদবীকে কেন্দ্র করে চোরাই গরুর মাংস দিয়ে ভূড়িভোজ করানোর ঘটনায় মামলা ও প্রকাশিত খবর দেশবাসীর ন্যায় গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের নজরেও এসেছে। ফলে জনমনে ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই তাকে এ বদলীর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে তিনি পিরোজপুর জোনের পাথরঘাটা শাখা ব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন।
এ ব্যাপারে মোঃ মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা বলেন, আমি স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসার ও ষড়যন্ত্রের শিকার। আমাকে আর আপনারা মারবেন না।
এদিকে গতকাল  বৃহস্পতিবার মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: হাসান আল মামুন জানান,  ইতিপূর্বে গরু চুরির অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে।  এলাকায় অর্থ আত্মসাৎ এর কোন লিখিত অভিযোগ এখনো পায়নি পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *