সি৬৩ স্মার্টফোনের দাম কমালো রিয়েলমি

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  দেশের বাজারে জনপ্রিয় সি৬৩ স্মার্টফোনের দাম কমালো রিয়েলমি। এআই ফিচারযুক্ত এই স্মার্টফোনটি বর্তমানে ১৫ হাজার ৯৯৯ টাকায় বিক্রি হবে। ফোনটির আগে দাম ছিলো ১৬ হাজার ৯৯৯ টাকা।


বিজ্ঞাপন

চীনা কোম্পানি রিয়েলমি তাদের সি৬৩ স্মার্টফোনটিতে অনবদ্য সব ফিচার যুক্ত করেছে। ফোনটি দ্রুত চার্জ হওয়ার জন্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ব্যবস্থাসহ ৫ হাজার এমএএইচ ব্যাটারি দেয়া হয়েছে। শক্তিশালী চার্জিং ব্যবস্থার সুবাদে মাত্র ১০ মিনিটে ২০ পার্সেন্ট, ৩০ মিনিটে ৫০ পার্সেন্ট এবং ৭৯ মিনিটেই পুরোপুরি চার্জ হয় ফোনটি। ফোনটি মাত্র তিন মিনিট চার্জ করেই টানা একঘন্টা ইউটিউব দেখা যাবে।


বিজ্ঞাপন

রিয়েলমির সি৬৩ ফোনটি টিইউভি রেইনল্যান্ড সেফ ফাস্ট-চার্জ সিস্টেম সার্টিফিকেশন পেয়েছে। চার্জিং সিস্টেম সর্বোচ্চ নিরাপত্তা মান পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই সার্টিফিকেট পাওয়া যায়।

রিয়েলমি সি৬৩ এর পেছনের কভারে রয়েছে ভেগান লেদার ডিজাইন। যা আগে শুধুমাত্র ফ্লাগশিপ স্মার্টফোনে দেয়া হতো। ঝকঝকে বিলাসবহুল দেখতে ফোনটি টেকসই এবং দাগ প্রতিরোধক। এতে রয়েছে এয়ার জেস্টার এবং রেইনওয়াটার স্মার্ট টাচের মতো ফ্লাগশিপ লেভেলের এআই ফিচার। আগে শুধুমাত্র রিয়েলমি নাম্বারস এবং জিটি সিরিজের স্মার্টফোনে এই ফিচার মিলতো।

এয়ার জেস্টারস ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা যখন খাওয়া, ব্যায়াম অথবা রান্নার মতো কাজে ব্যস্ত থাকবেন তখন তারা অনায়ানে ভিডিও দেখতে পারবেন এবং কল রিসিভ করতে পারবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *