অবশেষে  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেনকে বান্দরবনে বদলী  

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

মাসুদুর রহমান, (জামালপুর)  : অবশেষে দুর্নীতিবাজ জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেনকে বান্দরবনে বদলী করা হয়েছে।  বুধবার (২২ জানুয়ারী)  দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন ১) ড. বিলকিস বেগম এর  স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারী করা হয়।  পাশাপাশি ঢাকা জেলার সহকারী প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আহসানকে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব)  অর্পন করে প্রজ্ঞাপন জারী করা হয়।
এর আগে জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে নিয়োগ বানিজ্য, বদলী, পদায়ন, অর্থ বানিজ্যের প্রায় ১০ টি অভিযোগ  বিভিন্ন দপ্তরে দেওয়া হয়।  এদিকে গত মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এবং অপারেশন)(অতিরিক্ত দায়িত্ব) ড. মো: আতাউল গনি তদন্তে আসেন।
অন্যদিকে বুধবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বদলী হলেও তার সহযোগীরা এখনো রয়েছেন।  তাদেরকেও বদলী করেও নতুন কর্মকর্তা দেওয়ার দাবী জানান সচেতন মহল।
এদিকে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেনকে একাধিকবার মুঠোফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব (প্রশাসন ১) ড. বিলকিস বেগম রাত সাড়ে আটটায় এ প্রতিবেদক মাসুদুর রহমানকে জানান , প্রশাসনিক কারনে বদলী করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *