তিন থানার সংযোগ স্থলে গণডাকাতি! সুনামগঞ্জে দুই বাসে গণডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সিলেট)  :  সুনামগঞ্জ-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কে ঢাকাগামী দুটি যাত্রীবাহী বাসে গণডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে রিক্তার আলী নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।


বিজ্ঞাপন

ডাকাতির কবলে পড়া বাস সুপারভাইজার বাদী হয়ে সুনামগঞ্জের ছাতক থানায় অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনকে আসামি করে বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করেন। এরপর ওই মামলায় ছাতক থানা পুলিশ উপজেলার ভাতগাঁও থেকে বৃহস্পতিবার ভোররাতে উপজেলার চর মহল্লা ইউনিয়নের চর বৌড়াই গ্রামের কুদ্দুছ আলীর ছেলে আক্তার আলীকে গ্রেফতার করে।


বিজ্ঞাপন

প্রসঙ্গত,বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের দাড়াখাই নামক স্থানে লরি ও গাছ ফেলে ১৫ থেকে ২০ জনের ডাকাত দলের সদস্যরা ঢাকাগামী দুটি বাস থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের মারধর করে তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন সেট সহ সর্বস্ব লুটে নিয়ে যায়গণডাকাতি করে বীরদর্পে চলে যায়।

মামলার সুত্রে জানা গেছে,সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মামুন পরিবহন ও আল মোবারাকা পরিবহনের দুটি বাস বুধবার রাত দেড়টার দিকে ডাকাতদলের কবলে পড়ে।

এসময় যাত্রীরা বাঁধাদিলে তাদের সাথে থাকা নগদ টাকা, মালামাল লুটে নেয়ার পর যাত্রীদরে মারধর করে ১০ যাত্রীকে আহত করে ডাকাতরা।

শুক্রবার সন্ধায় ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন,মূলত যে স্থানে ডাকাতি হয়েছে সেটি ছাতক,শান্তিগঞ্জ ,জগন্নাথপুর এ তিন থানার সংযোগস্থল।

ওই রাতে ডাকাতির ঘটনায় ছাতক থানায় মামলা নেয়া হয়েছে বৃহস্পতিবার এবং ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহভাজন একজনকে ভোররাতে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত’র বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা আাদালতে বিচারাধীন রয়েছে বলে জানান ওসি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *