সিলেটে এক পরিবারের চার সদস্যের মৃত্যু!

Uncategorized গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন মানবিক খবর সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সিলেট)  : সন্তান জন্ম দিতে মারা গেলেন চাচি, পরদিন উনার শাশুড়ি, পরদিন কলেজ থেকে বাড়ি ফেরার পথে মারা গেলেন দুই ভাই। সিলেটের গোয়াইনঘাটে মাত্র তিন দিনের ব্যবধানে একই পরিবারের ৪ সদস্যের এমন মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আর্তনাদে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।


বিজ্ঞাপন

জানা যায়, বুধবার দুপুরে গোয়াইনঘাট লেঙ্গুরা সতী গ্রামে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ যায় দুজনের। সম্পর্কে তারা চাচাত ভাই। নিহত রিফাত আহমদ (১৯) বিছনাকান্দি ইউনিয়নের ভিতরগুল গ্রামের শফিকুর রহমানের ছেলে। আর আবু সুফিয়ান (১৯) ফরিদ আহমদের ছেলে।


বিজ্ঞাপন

এর আগে সোমবার রাতে সিলেটের একটি হাসপাতালে সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান রিফাতের আরেক চাচাত ভাই কয়েস আহমদের স্ত্রী রেফা বেগম (৩৫)। ওই দিন রাতে রেফা বেগমের শাশুড়ি সহিজুন বেগমের (৭৫) মৃত্যু হয়। পরপর ৪ জনের এমন আকস্মিক মৃত্যুতে শোকে পাগলপ্রায় পরিবারের সদস্যরা। তাদের বাড়িতে চলছে শোকের মাতম।।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *