রাবিতে বহিরাগত তরুণের মৃত্যু : পরিবারের দাবি হত্যা

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজশাহী সারাদেশ

মোঃ সুজন আহাম্মেদ (রাজশাহী) :  রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজশাহী কলেজের এক শিক্ষার্থীর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা ওই শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন

হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, ক্যাম্পাস থেকে রাত ১১টার দিকে শিমুল শিহাব নামে এক তরুণকে হাসপাতালে আনা হয়। প্রথমে সড়ক দুর্ঘটনার কথা বলা হয়। কিন্তু জেরার মুখে মারামারি করে মৃত্যু হয়েছে বলে তারা স্বীকার করেন। তার শরীরের বাইরের অংশে বড় কোনো ক্ষত পাওয়া যায়নি।


বিজ্ঞাপন

শিমুল রাজশাহী কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি রাজশাহী নগরের মেহেড়চণ্ডী এলাকার জামাল হোসেনের ছেলে।প্রক্টর মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, শিমুল তার গার্লফ্রেন্ড নিয়ে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বসে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে প্রক্টর দপ্তরের গাড়ি দেখে তারা বাইক নিয়ে পালাতে চেষ্টা করেন। তখন দুর্ঘটনায় পড়েন তারা। তখন তাকে মেডিকেলে নেওয়া হয়। এর আগে তাকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

চিকিৎসাকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক সাজিদ হাফিজ বলেন, শিমুলের গায়ে আঘাতের চিহ্ন ছিল না। তবে গায়ে ধুলাবালু লেগে ছিল।তাহলে মৃত্যু হলো কিভাবে সে বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না।

নগরের মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, নিহতের পরিবার দাবি করেছেন, শিমুলকে মারধর করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর তারা মামলা করার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। সুনির্দিষ্টভাবে এখনো কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *