লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার রামগতি বাজারের ৮নং ইউনিয়ন পরিষদ মাঠে এক ভূমিহীন সমাবেশ নয়া দ্বীপ ভূমি সমিতির সহ-সভাপতি মীর কবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল পাঁচটার এ এই সমাবেশ জন সমুদ্রে পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওররঙ্গজেব কামাল। তিনি এ সময় বলেন আমরা নিপীড়িত মানুষের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে চলেছি। তিনি আরো বলেন, নয়া দ্বীপোর খাস জমি অসহায় জনগনের। এটা তাদের অধিকার, প্রকৃত ভূমিহীনদের এখানে পূর্ণবাসনের জন্য সরকারের কাছে দাবি জানাই ।
ঢাকা প্রেসক্লাব আপনাদের পাশে সব সময় রয়েছে। আপনাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে থাকবো অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং মানবাধিকার গ্রুপের চেয়ারম্যান মো:আবুল হাসান।
তিনি এ সময় বলেন, দৈনিক মানবাধিকার প্রতিদিন ও মানবাধিকার সংস্থা সব সময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করছে । নয়াদীপ এলাকার খাস জমি এই এলাকার দরিদ্র জনসাধারণের ন্যায্য প্রাপ্য।
তিনি এ সময় আরো বলেন, দল মত নির্বিশেষে সুষ্ঠু যাচাই এর মাধ্যমে এ সম্পদ বন্টন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লি: এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আজহার আলী। তিনি এ সময় বলেন, এ এলাকার ভূমিহীনদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে।তিনি এ সময় আরো বলেন, বাংলাদেশ ভূমিহীন হাউজিং লিমিটেড সব সময় অসহায় ভূমিহীনদের নিয়ে কাজ করছে। আমরা আপনাদের পাশে রয়েছি।
আপনারা আমাদের সংগঠনের অংশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান হাজরাতোন নেছা।তিনি এ সময় বলেন, দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকা আপনাদের পাশে আছে পাশে থাকবে। আপনাদের সকল ভালো কাজে আমরা সহযোগিতা করব।
এ সময় আরো বক্তব্য রাখেন নয়া দ্বীপ ভূমিহীন সমিতির সভাপতি গোলাম সারোয়ার।তিনি এ সময় সময় বলেন, লক্ষ্মীপুরের নয়া দ্বীপ এলাকার খাস জমি একটি কুচক্তি মহল দখলের পাঁয়তারা করছে। আমাদের সরকারের কাছে জোর দাবি এই এলাকার প্রকৃত ভূমিহীনরা যেন এ সকল জায়গা বরাদ্দ পায় ।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ মইনুদ্দিন, মোঃ জামাল উদ্দিন, মীর খবির উদ্দিনসহ অসংখ্য ভূমিহীন নেতৃবৃন্দ।