ময়মনসিংহে গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ সারাদেশ

মকবুল হোসেন,(ময়মনসিংহ) : ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ২১কেজি২০০গ্রাম গাঁজা সহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব ১৪ সিপিএসসি, ময়মনসিংহ।


বিজ্ঞাপন

র‍্যাব ১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ নির্মুলের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।


বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায়,র‍্যাব-১৪,সিপি এসসি, ময়মনসিংহের একটি অভিযানিক দল ২৫জানুয়ারি শনিবার ভোর ৪ টা ১০ মিনিটের সময়  ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন মসিক সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডস্হ ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের শম্ভুগঞ্জ রেল ক্রসিংয়ের পূর্ব পাশে জৈনেকমোর্শেদের মুর্শিদের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর তল্লাশি অভিযান  পরিচালনা করে।

উক্ত তল্লাশি অভিযান পরিচালনা কালে  ২ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ীদের নাম ও ঠিকানা যথাক্রমে, মোঃচান মিয়া (৬০),পিতা মৃত ইদ্রিস আলী, সাং রামপুর পূর্ব পাড়া২/খাইরুল ইসলাম ওরফে রতন ,( ১৯) পিতা রমজান আলী, মধ্যপাড়া সাংরামপুর,উভয় থানা নকলা, জেলা শেরপুর।

এসময় গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ীদের কাছ থেকে ২১কেজি২০০গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য গাজার আনুমানিক বাজার মূল্য ৩,১৮,০০০ টাকা ।এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের পূর্বক আসামীদের আলামত সহ নিকটবর্তী থানায় হস্তান্তর করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *