কবর এমন একটা জায়গা যেখান থেকে ফিরে আশা যায় না —–ছারছীনার পীর 

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (বরিশাল) :  আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমরা চাকচিক্যময় এই দুনিয়ার মোহে পড়ে আছি। যেখানে আরাম-আয়েশ, ভোগ-বিলাসে মত্ত হয়ে আছি। অথচ এই জীবন আমাদের খুবই ক্ষণস্থায়ী। এ জীবনের পরিসমাপ্তির পর আমাদের সর্বপ্রথম যে জায়গায় অবস্থান করতে হবে তা হলো কবর জগত। এই জগত থেকে ফিরে আশা কাহারও পক্ষে সম্ভব নয়। যেখানে মানুষের কোন সহযোগী থাকবে না। একমাত্র নেক আমলই হবে সেদিন পরিত্রণের উপায়। যে দুনিয়ায় নেক আমল করে যেতে পারবে তার জন্য পরবর্তী সকল কিছু সহজ হয়ে যাবে। তাই আমাদের সকলের উচিৎ দুনিয়ায় বসে অধিক পরিমানে নেক আমল করা। যাতে করে আমাদের পরকালীন জীবন সহজ হয়।

গতকাল বরিশাল মহানগরীর রূপাতলী হযরত মাওলানা মির্জা এনায়েতুর রহমান দীনিয়া কমপ্লেক্স ময়দানে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) -এর স্মরণে দুইদিনব্যাপী ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের শেষ দিন প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর ও চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদের খতীব আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দীন ছালেহী, মাওলানা মুহিব্বুল্লাহ আল মাহমুদ।


বিজ্ঞাপন

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি মজিবর রহমান সরোয়ার, মির্জা কেফায়েতুর রহমান বেগ, মির্জা শোয়াইবুর রহমান বেগ, মির্জা সায়েমুর রহমান বেগ, মির্জা রহমাতুর রহমান বেগ, মির্জা ইয়াসিন রহমান গালিব প্রমূখ।


বিজ্ঞাপন

পরিশেষে হযরত পীর  কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যান ও শান্তি কামনা করে এবং বিশেষ করে এলাকার মুর্দেগানদের জন্য রূহের মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *