নিজস্ব প্রতিনিধি (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় বর্ধিত ভ্যাট প্রত্যাহার, নিত্যপন্যর দাম কমানো, রেশন ব্যবস্থা চালু, জুলাই-আগষ্ট হত্যাকান্ডের বিচার ও ক্ষতিগ্রস্থদের পুর্নবাসন, জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষনা সহ স্থানীয় খাল,বিল জলাশয়, স্লুইসগেট দখলমুক্ত ও নিয়মিত বিদ্যুৎ সরবরাহের দাবীতে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি, খেপুপাড়া শাখা।
“গনতন্ত্র অভিযাত্রা” নামে আজ শনিবার ২৫ জানুয়ারি, বেলা ১১ টায় পৌরশহরের সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের কমিউনিষ্টপার্টি খেপুপাড়া শাখার সম্পাদক কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি কেন্দীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোতালেব মোল্লা, পটুয়াখালী জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান, কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জি,এম মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক নয়নাভিরাম গাইন।এ সময় শিক্ষক আতাজুল ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।