নিজস্ব প্রতিনিধি (সিলেট) : জেল হাজতবাসের পর ইউনিয়নপরিষদ চেয়ারম্যান (ইউপি) চেয়ারম্যান মোয়জ্জেম হোসেন জুয়েলকে ফের বরাখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপ্রতির আদেশক্রমে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার উপসচিব আবু রাফা মোহাম্মদ আরিফ স্বাক্ষরিত ১৬ জানুয়ারি এক প্রজ্ঞাপনে তাকে সাময়িকভাবে বরাখাস্ত করা হয়।
জুয়েল সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি চেয়ারম্যান হিসাবে দায়িত্বরত ছিলেন।
প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভুমিদাতা ‘দাদা,র পরিবর্তে নিজ পিতাকে ভুমিদাতা হিসাবে জাহির করেন ওই ইউপি চেয়ারম্যান জুয়েল।
এ নিয়ে চাচাতে ভাই সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফ প্রতিবাদ করলে জোসেফ ও তার পরিবারের অন্য সদেস্যদের উপর হামলা চালায় চেয়ারম্যান জুয়েল ও তার পরিবারের সদস্যরা এবং অনুসারি লাঠিয়াল বাহিনীর সদস্যরা।
পরবর্তীতে এ নিয়ে থানায় মামলা দায়ের করা হলে ২০২৪ সালের ১২ মে আদালতে হাজির হন আত্বগোপনে থাকা বিতর্কিত ইউপি চেয়ারম্যান জুয়েলসহ অন্যান্য আসামিরা। আদালত তাদের জামিন না মঞ্জুর করায় ২৩ দিন জেলা কারাগারে হাজতবাসের পর জামিন প্রাপ্ত হন গুণধর ইউপি চেয়ারম্যান জুয়েল।
এরপর ওই মামলার অভিযোগপত্র আদালতে গৃহিত হয়। ঘটনাটি আদালতের পর গড়ায় প্রশাসন থেকে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। মন্ত্রনালয় থেকে তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়।
তদন্ত প্রতিবেদনে উঠে আসে ওই ইউপি চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে দাদাকে বাদ দিয়ে বিদ্যালয়ের ভুমিদাতা হিসাবে ক্ষমতাদার দাপুটে কৌশলে নিজের পিতাকে ভুমিদাতা হিসাবে জাহির করার অপচেষ্টায় লিপ্ত থাকার পাশাপাশী প্রতিবাদ করায় আপন চাচাত ভাই সাংবাদিক জোসেফ ও তার পরিবারের সদস্যদের উপর হামলা করে ফৌজধারী অপরাধের সাথে জড়িত হয়েছেন। ওই ঘটনায় ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে।
চেয়ারম্যান জুয়েল কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের সংশ্লিষ্ট ধারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে ইউপি চেয়ারম্যান মোয়োজ্জেম হোসেন জুয়েলকে সাময়িকভাবে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করেন।